Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গলাচিপা

কালের স্বাক্ষী বহনকারী দক্ষিন বাংলার আগুনমুকা নদীরতীরে গড়ে  উঠা গলাচিপাউপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়নহলো গলাচিপা ইউনিয়ন ।কালের পরিবর্তনেআজ গলাচিপা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

#পরিচিতিঃ

১)       ইউনিয়নের নামঃ ৩নং গলাচিপা ইউনিয়ন পরিষদ

২)       উপজেলাঃ গলাচিপা

৩)       উপজেলা থেকে দূরত্বঃ ৭ কিঃমি।

৪)       স্থাপন কালঃ ১৯৬০ সাল

৫)       আয়তনঃ ৫২.৫৫ বর্গ কিলোমিটার

৬)       ইউনিয়নের সীমানাঃ পূর্বে পানপট্টি ও রতনদী তালতলী ইউনিয়ন, উত্তরে গলাচিপা পৌরসভা, দক্ষিনে আগুনমুখা নদী ও চালিতাবুনিয়া ইউনিয়ন,পশ্চিমে রামনাবাদ নদী।

৭)       চেয়ারম্যানের নাম ও মোবাইল নংঃ মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, ০১৭১৬০৩৭৫৫৪

৮)       ইউপি সচিবের নাম ও মোবাইল নংঃ মোঃ মজিবুর রহমান ০১৭৫৩৭১৫৮৩৫

৯)  গ্রামের সংখ্যা ও নামঃ২১টি- রতনদী, উত্তর চরখালী, বোয়ালিয়া, দক্ষিন চরখালী, পক্ষিয়া, কালিকাপুর, মাটিভাঙ্গা সহ ১৪ টি।

১০)  মোট জনসংখ্যাঃ মোটঃ ২১,৪৮৭জন, মহিলাঃ ১০,৬২১ জন, পুরুষঃ ১০,৮৬৬ জন।

১১)  মোট ভোটার সংখ্যাঃ ১৭৯৫৬ জন। মহিলা- ৯১১২ জন,পুরুষ- ৮৮৪৪ জন।

১২)  শিক্ষার হারঃ ৫৭%

১৩)  মোট জমির পরিমান (একরে)ঃ মোট ৫২,০০০ একর এক ফসলীঃ ৩০,০০০ একর দু’ফসলীঃ ২২,০০০ একর।

১৪)  নলকূপের সংখ্যাঃ মোট- ২১২টি। সরকারী- ১১২ টি ও বেসরকারী- ১৪ টি।

১৫)  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৩টি।

১৬)  বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০০টি।

১৭)  রেজিঃ/কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১টি।

১৮)  মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২টি

১৯)  নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০০টি।

২০)  কলেজের সংখ্যাঃ ০০ টি।

২১)  মাদ্রাসার সংখ্যাঃ ০৪টি।

২২)  মসজিদের সংখ্যাঃ ৫৬ টি।

২৩)  মন্দিরের সংখ্যাঃ ১০টি।

২৪)   পাকা রাস্তার পরিমানঃ ১৭ কিঃমিঃ।

২৫)   কাঁচা রাস্তার পরিমানঃ ৮২ কিঃমিঃ।

২৬)   খানার সংখ্যাঃ ৫,৬৫৭টি।

২৭)   হাট বাজারের সংখ্যাঃ ২টি।

২৮)   সাইক্লোন সেন্টারের সংখ্যাঃ ৪টি।

২৯)  মাটির টিলাঃ ৩টি (পরিত্যাক্ত আছে)।

৩০)  আবাসন/আশ্রায়নের সংখ্যা  ও উপকার ভোগীর সংখ্যাঃ ৩টি, ১১২টি পরিবার

৩১)  জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হারঃ ১৭,৬২৩টি ও ৮৫.৯৩%

৩২)  স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হারঃ  ৮৫%

৩৩)  সক্ষম দম্পত্তির সংখ্যাঃ ৪,১৭০টি।

৩৪)  পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পত্তির সংখ্যা ও শতকরা হারঃ  ৮২%

৩৫)  ব্যাংকের শাখার নাম ও সংখ্যাঃ কোন ব্যাংক শাখা নাই।