গলাচিপা উপজেলার জনসাধারন প্রকৃতিগতভাবেই উৎসব প্রিয়। এই জনপদের ধর্মীয় ও সমাজিক উৎসবগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহন লক্ষণীয়। এখানে প্রধান ধর্মীয় উৎসবগুলোর পাশাপাশি জগদাত্রীপূজা,নীল পূজা,মনসা পূজা, নাম কীর্তন, পৌষ সংক্রান্তিতে নবান্ন উৎসব উদযাপন করা হয়। সামাজিক উৎসবের মধ্যে পহেলা বৈশাখ,বৈশাখী মেলা,দয়াময়ীর মেলা প্রধান। ভৌগলিক অবস্থান গত দিক থেকে গলাচিপা ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।