পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গলাচিপা ইউনিয়ন পরিষদ অবস্থিত। এটি ১৯৬০ সালে স্থাপিত হয়। গলাচিপা ইউনিয়নের আয়তন ৫২.৫০ বর্গ কিঃ মিঃ বা মোট জনসংখ্যা ২১৪৮৭ জন এর মধ্যে পুরুষ- ১০,৮৬৬ এবং মহিলা- ১০,৬২১ জন এবং ৫১৭৩ টি খানা আছে ও এখানে প্রতি বর্গ কিলোমিটারে ৪০৯. জন লোকের বসবাস আছে। ইউনিয়ন ভবনটি বোয়ালিয়া গ্রামে অবস্থিত। এটি উপজেলা থেকে ০৭কেলোমিটার দক্ষিনে অবস্থিত। গলাচিপা ইউনিয়নে ভয়াল আগুন মুখা নদী দক্ষিনে প্রবাহীত হয়েছে। যা দর্শনার্থীদের মনোমুদ্ধ করার মত এই ভয়াল আগুন মুখানদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস